চেয়ারম্যান কার্যালয়
মুড়িয়া ইউনিয়ন পরিষদ
সভার কার্যবিবরনী
অদ্য ২৭/০৯/২০১৬ ইংরেজী রোজ মঙ্গলবার বেলা ১২.০০ ঘটিকার সময় স্বানীয় মুড়িয়া ইউনিয়ন পরিষদ মিলনায়তন কক্ষে ইউনিয়ন পরিষদ সদস্য ও সদস্যা সমন্নয়ে এক জরুরী সভা অনুষ্টিত হয়।
জনাব মোঃ আবুল খায়ের চেয়ারম্যান সাহেবের সভাপতিত্বে সভা পরিচালনা করা হয়।
ক্রমিকনং নাম পদবী
০১। মিসেস.রোকিয়া বেগম সদস্য,ওয়ার্ড১,২,৩
০২। মিসেস. লিলি বেগম সদস্য,ওয়ার্ড৪,৫,৬
০৩। মিসেস. আছমা বেগম সদস্য,ওয়ার্ড৭,৮,৯
০৪। জনাব কাইয়ুম আহমদ সদস্যওয়ার্ড-১
০৫। জনাব আজির উদ্দিন সদস্যওয়ার্ড-২
০৬। জনাব সরফ উদ্দিন সদস্যওয়ার্ড-৩
০৭। জনাব নাজিম উদ্দিন সদস্যওয়ার্ড-৪
০৮। জনাব মুজিবুর রহমান সদস্যওয়ার্ড-৫
০৮। জনাব রফিক উদ্দিন সদস্যওয়ার্ড-৭
০৯। জনাব আলী আহমদ সদস্যওয়ার্ড-৮
১০। জনাব আব্দুল মতিন সদস্যওয়ার্ড-৯
১১। জনাব আব্দুল বাছিত চৌধুরী সচিব,ইউনিয়ন পরিষদ
আলোচ্য বিষয়ঃ- নব-নির্বাচিত পরিষদের জন্য প্যানেল চেয়ারম্যান নির্বাচন।
আলোচনাঃ সভায় অত্র ইউনিয়ন পরিষদের জন্য সরকারী বিধিমালা স্খানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ৩৩ (১) ও (২) উপধারা মোতাবেক পরিষদ গঠিত হওয়ার পর প্রথম অনুষ্টিত সভার ৩০ কার্যদিবসের মধ্যে প্যানেল চেয়ারম্যান নির্বাচন করা প্রয়োজন। এ ব্যাপারে সভায় বিস্তারিত আলাপ আলোচনা ও মত বিনিময়ের পর সর্বসম্মতিক্রমে অত্র পরিষদের জন্য গোপন ব্যালটের মাধ্যমে প্যানেল চেয়ারম্যান নির্বাচন অনুষ্টিত হয়।
সিদ্ধান্তঃ গোপন ব্যালটের মাধ্যমে নির্বাচন অনুষ্টিত হওয়ার পর নিম্নবর্নিত সদস্যবৃন্দকে নিয়া চেয়ারম্যান প্যানেল গঠন করা হয়।
আলোচনা ও সিদ্ধান্তঃ সভায় বিগত ২৭/১১/২০১৩ ইং তারিখের সভার কার্যবিবরনী পাঠ করে শুনানো হয় এবং তা সর্বসম্মতিক্রমে গৃহিত হয় ও অনুমোদিত হয়।
সিদ্ধান্তঃ বিস্তারিত আলোচনা ও পর্যালোচনার পর পরিষদের চেয়ারম্যান সাহেব কে মিথ্যা ও হয়রানী ও ষরযন্ত্রমূলক মামলায় গ্রেফতার করায় গভীর নিন্দা প্রকাশ করেন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS