ভিশন ২০২১ঃ ডিজিটাল বাংলাদেশ অগ্রগতি ও অর্জন এবং ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্রঃ
বর্তমান সরকারের অন্যতম প্রধান নির্বাচনী অঙ্গিকার ছিল ডিজিটাল বাংলাদেশ গঠন। ইউনিয়ন পরিষদকে বাদ দিয়ে ডিজিটাল বাংলাদেশ গঠন সম্ভব নয। এরই ধারাবাহিকতায় মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এ টু আই) প্রোগ্রামের আওতায় স্থানীয় সরকার বিভাগ এর সহযোগিতায় সারা দেশের ন্যায় অত্র ইউনিয়নেও ‘‘ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র ’’ স্থাপন করা হয়েছে। উক্ত কেন্দ্রে ল্যাপটপ, ডেস্কটপ কম্পিউটার, স্ক্যানার মেশিন , প্রজেক্টর, ফটো প্রিন্টার, ডিজিটাল ক্যামেরা, ইন্টারনেট মডেম প্রভৃতি যন্ত্রপাতি দ্বারা সুসজ্জিত আছে। আপনারা জেনে খুশী হবেন যে, সিলেট জেলার মধ্যে একমাত্র কুড়ার বাজার ইউনিয়নেই প্রজেক্টর ক্রয় করা হয়েছে। যথেষ্ট উদ্যেগ নেওয়ার পরও উক্ত তথ্য ও সেবা কেন্দ্র গুলোতে জনসাধারনের সম্পৃক্ততা তেমন বাড়ছে না। এ এলাকায় কোন ফটোকপি মেশিন নেই। একটি ফটোকপি মেশিন ক্রয় করা হইলে জনসাধারনের সম্পৃক্ততা ব্যাপক পরিষরে বাড়বে বলে আশা করা যায়। এ জন্য চলতি অর্থ বছরে এলজিএসপি - ২ অথবা উপজেলা রাজস্ব তহবিল হইতে একটি ফটোকপি মেশিন ক্রয় করা হইবে। যা ভিশন ২০২১ বাস্তবায়নের ক্ষেত্রে অত্র পরিষদের বিশেষ পদক্ষেপ হিসাবে বিবেচিত হতে পারে।
ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র হচ্ছে এমন একটি আধুনিক তথ্য সেন্টার যেখানে স্বল্প মূল্যে উল্লেখযোগ্য সেবা সমুহের মধ্যে রয়েছে-
কম্পিউটার প্রশিক্ষন, ফ্যাক্স, কম্পিউটার কম্পোজ,
ইন্টারনেট ব্রাউজিং, স্ক্যানিং, ই- মেইল ঠিকানা খোলা,
ই-মেইল, প্রিন্টিং, ভিডিও কনফারেন্স,
ফটো তোলা, ফটো প্রিন্ট, পাসপোর্ট ফরম পুরন,
কৃষি, স্বাস্থ্য,শিক্ষা, আইন ও মানবাধিকার, কর্মসংস্থান, বাজার,
লেমিনেটিং, জন্ম-মৃত্যু বিবাহ স্মরনীকা, প্রজেক্টর ভাড়া দেওয়া, সরকারী ফরম, ই-তথ্য ও সেবা
এ ছাড়াও, চুক্তিপত্র , এফিডেবিট, কাবিন ট্রেন্সলেট, ট্রেড লাইসেন্স ট্রেন্সলেট, সকল প্রকার নোটারীয়াল (NOTARY PUBLIC) কাজ, বার্থ সার্টিফিকেট- ম্যারেজ সার্টিফিকেট - ফ্যামেলী সার্টিফিকেট সহ সকল প্রকার বৈদেশিক সনদ/কাগজে ফরেন মিনিষ্ট্রি এটাষ্ট (FOREIGN MINISTRY ATTAST)করিয়া দেয়া হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস